






আর দুই দিন পর শুরু হচ্ছে বিশ্বকাপ। আর এমন মুহূর্তেই কিনা অসুখ বাঁধিয়ে ফেললেন রোনালদো! পর্তুগালের প্রধান কোচ ফার্নান্দো সান্তোস জানিয়েছেন, বিশ্বকাপের আগে বৃহস্পতিবার







মধ্যরাতে নাইজেরিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে রোনালদো খেলবেন না। কারণ, তিনি পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। একই কারণে তিনি দলের সর্বশেষ অনুশীলনে ছিলেন না। বাংলাদেশ







সময় বৃহস্পতিবার রাত পৌনে ১টায় (শুক্রবার দিবাগত রাত ১২:৪৫) লিসবনে শুরু হবে প্রীতি ম্যাচটি। এই ম্যাচের পরই কাতারের উদ্দেশে যাত্রা করবে পর্তুগাল দল। প্রীতি ম্যাচের আগে আয়োজিত







সংবাদ সম্মেলনে পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচটির জন্য সে প্রস্তুত নয়। সে পেটের পীড়ায় ভুগছে। অনুশীলনও করছে না, বিশ্রামে আছে। শতভাগ নিশ্চিত আগামী







ম্যাচে আমরা তাকে পাচ্ছি না। ‘ ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগালের বিশ্বকাপ অভিযান। সম্প্রতি নিজের ক্লাব ম্যান ইউয়ের বিপক্ষে বিস্ফোরক মন্তব্য করেছেন রোনালদো।







সংবাদ সম্মেলনে এ বিষয়েও কথা বলতে হয়েছে পর্তুগাল কোচকে, ‘যতদূর জানি, রোনালদো জাতীয় দল নিয়ে কোনো কথা বলেনি। এটা ব্যক্তিগত সাক্ষাৎকার। তাকে অবশ্যই সম্মান করতে







হবে এবং তাকে নিয়ে এত আলোচনার প্রভাব জাতীয় দলে পড়বে না। ‘