






বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আজকে ইরানের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। এই ম্যাচে ইরানের বিপক্ষে রীতিমত গোল উৎসব করেছে ইংলিশরা। জিতেছে ৬-২ গোলের ব্যবধানে।







ম্যাচে ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেছেন সাকা। একটি করে গোল করেছেন বেলিংহাম, স্টার্লিং, রাশফোর্ড এবং গ্রেলিশ। ইরানের দুটি গোল করেছেন মেহদী তারেমি। ম্যাচের ৩৫ মিনিটে







বেলিংহামের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। বিরতির আগে সাকা এবং স্টার্লিং আরও দুটি গোল করে ইংল্যান্ডের লিড করেন ৩-০। বিরতির পর ম্যাচের ৬২ মিনিটে সাকা আরেকটি গোল করেন।







৬৫ মিনিটে তারেমি একটি গোল পরিশোধ করলেও ৭১ ও ৮৯ মিনিটে রাশফোর্ড এবং গ্রেলিশ গোল করে ইংল্যান্ডকে ৬-১ গোলের লিড এনে দেন। এরপর আবারও তারেমির গোল। নির্ধারিত ৯০ মিনিট







শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে তারেমি পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন।