






লিটন দাসকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন নাজমুল হোসেন শান্ত। বোলিং শুরু করেন শাহিন আফ্রিদি। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন নাজমুল। তৃতীয় বলে ১ রান নেন লিটন।







চতুর্থ বলে চার মারেন শান্ত। প্রথম ওভারে ৬ রান ওঠে। দ্বিতীয় ওভারে বল করতে আসেন নাসিম শাহ। পঞ্চম বলে চার মারেন নাজমুল হোসেন। ওভারে ৭ রান ওঠে। ২ ওভার শেষে বাংলাদেশের স্কোর







বিনা উইকেটে ১৩ রান। নাজমুল ৮ বলে ১০ রান করেছেন। তৃতীয় ওভারে শাহিন আফ্রিদির দ্বিতীয় বলে ছক্কা মারেন লিটন দাস। তবে ওভারের পঞ্চম বলে (২.৫ ওভারে) তিনি শান মাসুদের হাতে ধরা







পড়ে যান। ৮ বলে ১০ রান করেন লিটন। বাংলাদেশ ২১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সৌম্য সরকার। শাহিন ২ ওভারে ১৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। ৩.১ ওভারে মহম্মদ







ওয়াসিমের বলে নাজমুল হোসেন শান্তর ক্যাচ ছাড়েন শাদব খান। ওভারের তৃতীয় বলে চার মারেন শান্ত। শেষ বলে ছক্কা হাঁকান সৌম্য। ওভারে ১৩ রান ওঠে। ৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১







উইকেটে ৩৪ রান। শান্ত ১৪ বলে ১৮ রান করেছেন। ২ বলে ৬ রান করেছেন সৌম্য। পঞ্চম ওভারে বল করতে আসেন হ্যারিস রউফ। তাঁর ওভারে ৪ রান ওঠে। ৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১







উইকেটে ৩৮ রান। ২০ রানে ব্যাট করছেন নাজমুল। পাওয়ার প্লে-র ৬ ওভারে বাংলাদেশ ১ উইকেটের বিনিময়ে ৪০ রান তুলেছে। নাসিম নিজের দ্বিতীয় ওভারে ২ রান খরচ করেন। নাজমুল ২০ বলে







২১ রান করেছেন। ৮ রানে ব্যাট করছেন সৌম্য। নাসিম ২ ওভারে ৯ রান খরচ করেছেন। সপ্তম ওভারে বল করতে আসেন শাদব খান। তাঁর ওভারে ৯ রান ওঠে। পঞ্চম বলে তার মারেন নাজমুল। ৭







ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৪৯ রান। নাজমুল ৩০ রানে ব্যাট করছেন। অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ। ইফতিকারের ওভারে ৭ রান ওঠে। ১টি চার
মারেন শান্ত। ৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৫৬ রান। ৩১ বলে ৩৬ রান করেছেন নাজমুল। ৯ বলে ৯ রান করেছেন সৌম্য। ১০ ওভারের খেলা শেষ। বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৭০ রান।
৩৭ বলে ৪১ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। তিনি ৫টি চার মেরেছেন। সৌম্য সরকার ১৫ বলে ১৮ রান করেছেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ১২ ওভারে ৮৭ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাট করছে শান্ত,আফিফ।