






ভারতের পর এবার পাকিস্তানের বিপক্ষে ও বাজে আম্পায়ারিং শিকার হয়েছে বাংলাদেশ। কোহলির ফেক ফিল্ডিং থেকে জরিমানা বাবদ পাঁচ রান পায়নি বাংলাদেশ। এবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের







বাঁচা-মরার লড়াইয়ে বিতর্কিত আউটের শিকার হয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। পাকিস্তান লেগ স্পিনার শাদাব খানের করা ব্যক্তিগত তৃতীয় ওভারের চতুর্থ বলে ক্যাচ দিয়ে ফিরে যান সৌম্য







সরকার। পরেই বলেই লেগ বিফোর দেওয়া হয় সাকিবকে। আত্মবিশ্বাসের সঙ্গে রিভিউ নেন বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার। রিভিউতে পরিষ্কার দেখা যায় বল সাকিবের ব্যাটে লেগেছে। হটস্পটেও তেমনই







আসে। যদিও ব্যাট মাটিতে লেগেছে নাকি বলে এমন সন্দেহ প্রকাশ করে উইকেট হিটিং হওয়ায় থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত চূড়ান্ত ঘোষণা করেন। তবে ওই সিদ্ধান্তে নাখোস হন সাকিব। মাঠে থাকা







আম্পায়ারের কাছে জানতে চান কেন তিনি আউট। আম্পায়ারের সিদ্ধান্তকে চূড়ান্ত ধরে সাকিবকে মাঠ ছাড়ার অনুরোধ করেন মাঠে থাকা দুই আম্পায়ার। সাকিব আল হাসানের আউট নিয়ে সামাজিক







যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যেখানে ভারতের ক্রিকেট বিশ্লেষক এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলেছেন বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে। টুইট বার্তায় তিনি বলেন, “সাকিবের







ব্যাট মোটেও মাটিতে লাগেনি। ব্যাটের ছায়ার দিকে নজর দেন। স্কাইক ছিল, এটা বলে ব্যাট লাগাছাড়া আরকিছুই নয়। বাজে আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ।”