






এখন বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ারদের পক্ষপাতি আচরণ নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদির ভাষ্য, ভারতকে ফাইনালে তুলতেই আইসিসির







এমন কারসাজি। আফ্রিদির কথার জবাব দিয়েছেন বিসিসিআইয়ের নতুন সভাপতি রজার বিনি। তার দাবি, আইসিসির চোখে সকলেই সমান। আক্ষেপ ও অভিযোগ নিয়ে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ।







ভারতের দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে লিটন দাস যেভাবে শুরু করেছিলেন, তাতে ভারতীয়দের নাভিশ্বাস ছুটে গিয়েছিল। তবে টাইগারদের ছন্দে পানি ঢেলে দেয় বেরসিক বৃষ্টি। ভিলেনের চরিত্রে ছিলেন







অনফিল্ড আম্পায়াররাও। বৃষ্টির সুবিধা নিয়ে ভারতকে জেতাতে সরব ভূমিকা পালন করেছেন তারা। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান অনুপযুক্ত মাঠ নিয়ে তাদের বোঝাতে গিয়েও ব্যর্থ হয়েছেন।







এর প্রেক্ষিতেই আফ্রিদি আইসিসির সমালোচনা করেন। এদিকে আফ্রিদির মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআই সভাপতি রজার বিনি বলেন, ‘এভাবে বলা ঠিক হয়নি।







আইসিসি আমাদের পক্ষ নেয় বলে মনে করি না। সবাইকে সমান চোখেই দেখা হয়। তাই ওই অভিযোগের কোনো জায়গা নেই। অন্য দলগুলোর চেয়ে আমরা বেশি কী পেয়ে থাকি? ভারত ক্রিকেটের







বড় শক্তি হতে পারে, কিন্তু সবাইকে সমান চোখেই দেখা হয়।’ এর আগে পাকিস্তানের সামা টিভিকে দেয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেছিলেন, ‘টিভিতে দেখা গেছে বাংলাদেশ-ভারত ম্যাচের বৃষ্টির পর ভেজা







মাঠে আম্পায়াররা খেলা শুরু করতে চাইলে তাদের সঙ্গে কথা বলেন সাকিব। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। তারা ভারতের সেমিফাইনাল নিশ্চিত করতে চেয়েছে।
ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের দায়িত্বে ছিল। ক্রিকেট বিশ্ব জানে, তারাই আবার সেরা আম্পারের পুরস্কার পাবেন।’