






আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে আজকে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তান জয় পেয়েছে। আজকের এই ম্যাচটি যদি পাকিস্তান







হেরে যেত তাহলে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যেত। আর দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালও নিশ্চিত হয়ে যেত। কিন্তু পাকিস্তান জেতায় এখনও চারটি দলের সেমিফাইনাল সম্ভাবনা টিকে রয়েছে।







এরা হচ্ছে- ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং বাংলাদেশ।তবে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্ভাবনা টিকে থাকলেও তাদের খুব বেশি খুশি হওয়া কিংবা খুব বেশি আশা করারও কিছু নেই।







কারণ ভারত ও দক্ষিণ আফ্রিকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ভারত ও দক্ষিণ আফ্রিকা শেষ ম্যাচে প্রতিপক্ষও পাচ্ছে সহজ। ভারতের প্রতিপক্ষ জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ নেদারল্যান্ড।







বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচে এক দল জিতবে এবং তাদের পয়েন্ট হবে ৬। অন্যদিকে ভারত ও দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে যথাক্রমে ৮ ও ৭। বাংলাদেশ







অথবা পাকিস্তানের মধ্যে একদল সেমিফাইনালে যাবে শুধু মাত্র যদি দক্ষিণ আফ্রিকা শেষ ম্যাচে নেদারল্যান্ডের কাছে হেরে যায়।