






বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাটের ১০ম আসরের শুরুটা ভালো করেছে বিসিবি সাউথ জোন। ৭২ রানে বিসিবি নর্থ জোনকে হারিয়েছে দলটি। দারুণ বোলিংয়ে ৫ উইকেট







নিয়েও জয়ী দলের সদস্য হিসেবে মাঠ ছাড়তে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিন। তবে ৪২ রান দিয়ে ৫ উইকেট ও ২৫ রান করে দলের জয় নিশ্চিত করেন সাউথের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।







এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুর ১০ ওভারেই নর্থ জোনের বোলারদের তোপের মুখে পড়ে সাউথ জোনের ব্যাটাররা। স্কোরবোর্ডে ৪৩ রান তুলতেই ৪ ব্যাটারকে হারিয়ে বসে মেহেদি মিরাজের দল।







৩টি উইকেটই নেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে ওপেনার নাঈম শেখ ও তৌহিদ হৃদয় মিলে হাল ধরেন দলের। এই জুটিতে দেখে শুনে খেলে দলকে বিপদমুক্ত করেন তারা। দলীয় ১০০ পূরণের







সঙ্গে ব্যক্তিগত ৫০ রান পূরণ করেন নাইম। কিন্তু সে সময়েই শামিম পাটুয়ারিকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন বাঁহাতি এই ব্যাটার। ৫০ রানে তিনি ফিরলেও রান তুলতে থাকেন হৃদয়।







তাকে ভালো সঙ্গ দেন মিরাজ। তবে দলীয় ১৬৬ রানে ব্যক্তিগত ৬৬ রানে হৃদয়কে প্যাভিলিয়নের পথ দেখান শফিকুল ইসলাম। হৃদয় ফেরার পর বাকিরাও দ্রুত ফিরে যান সাজঘরে। ৪৩.৩ ওভারে ১৯৯ রানে







অলআউট হয় দলটি। ৮ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট নেন সাইফউদ্দিন। ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে কোন রান না তুলতেই তানজিদ তামিমকে হারিয়ে বসে নর্থ জোন। এই







ধাক্কা সামাল দিতে দিতেই নাসুম আহমেদের শিকার হয়ে ফেরেন শাহাদাত হোসেন দিপু। ২ উইকেট হারিয়ে বসা দলটিকে আরও বিপদে ফেলেন নাসুমই। দলীয় ৩৩ রানে ছন্দে থাকা সৈকত আলীকে ২৬ রানে







ফেরান এই বাঁহাতি স্পিনার। ৩ ব্যাটার হারিয়ে বিপদে পড়া দলকে বিপদমুক্ত করার দায়িত্ব কাঁধে নেন মাহমুদউল্লাহ রিয়াদ ও ফজলে রাব্বি। দুজন মিলে জুটি গড়েন ২৮ রানের। মেহেদি মিরাজকে সামনে







এগিয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন মাহমুদউল্লাহ। ২১ বলে ৮ রান করে তিনি ফিরলে ফজলে রাব্বিও ফেরেন দ্রুত। এরপর দলীয় ১০০’র মধ্যে আকবর আলী ও মোহাম্মদ সাইফউদ্দিন ফিরে







গেলে নর্থ জোনের পরাজয় হয়ে দাঁড়ায় শুধুমাত্র সময়ের ব্যাপার। শেষ পর্যন্ত ২৯.৩ ওভারে ১২৭ রানে অল আউট হয় দলটি। ৪২ রান দিয়ে মিরাজ নেন ৫টি, নাসুমের শিকার ৩ উইকেট। ৭২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সাউথ জোন।