






টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সাবেক ক্রিকেটার জেসন গিলেস্পি। ক্রিকফ্রেঞ্জীর এক সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশ,







ভারত ও পাকিস্তানের সাথে ভালো ক্রিকেট খেলেছে আমি মনে করি তারা সঠিক পথে আছে। তাদের কয়েকটি তারকা ক্রিকেটার আছে যেমন লিটন কুমার দাস, সাকিব, আফিফ এদের সঠিক ভাবে পরিচরজা







করলে ভবিষ্যতে ভালো কিছু উপহার দিবে বোলে মনে করি। আন্তর্জাতিক ক্রিকেটটে তারা এখনো মিলে ধরতে পারেনি । ওয়ান্ডে ক্রিকেটে তারা ভালো করছে টি-টোয়েন্টিতে কেনো পারবে না তিনি মনে







করেন সঠিক গাইডলাইন পেলে টাইগাররা ভালো করবে । জেসন গিলেস্পি আরো বলেন বাংলাদেশ ক্রিকেট দলে অনেক ভালো ক্রিকেটার আছে । বাংলাদেশের মানুষ তাদের অনেক সমর্থন করে।







টাইগারদের ব্যাট নিয়ে আরো ভালো কছিু করার জন্য একটা কোচিং করাইতে হবে। দির্ঘ মেয়াদি কোচিং স্টাপ করে তাদের দেশের বাইরে বেশি বেশি ক্রিকেট খেলার আহবাণ করেন । তবেই বাংলাদেশ ক্রিকেট টিম এগিয়ে যাবে ।