






বিশ্বকাপের মঞ্চে রয়েছে আজ ২টি গুরুত্বপূর্ণ ম্যাচ। গ্রুপ ওয়ানেরই ২টি ম্যাচ রয়েছে। নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়া-আফগানিস্তান আজ মুখোমুখি হতে চলেছে। এই ম্যাচ ২টির







উপর অনেকটাই নির্ভর করছে এই গ্রুপের পয়েন্ট টেবলের অঙ্কটা। নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু। প্রথমে ব্যাট করছে নিউজিল্যান্ড। মারার মেজাজেই ছিলেন ফিন অ্যালেন।







১৮ বলে ৩২ রান করেও ফেলেছিলেন। কিন্তু ৫.৫ ওভারে মার্ক অ্যাডায়ারের বলে ফিওন হ্যান্ডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন ফিন অ্যালেন। ক্রিজে এলেন নতুন ব্যাটার কেন উইলিয়ামসন।







৬ ওভার শেষে ১ উইকেটে ৫২ রান নিউজিল্যান্ডের। ১৭ বলে ১২ করেছেন ডেভন কনওয়ে। ১০ ওভার শেষে নিউজিল্যান্ড করেছে ৭১ রান। তাও ফিন অ্যালেনের উইকেট তারা হারিয়ে বসে







রয়েছে। এখন ক্রিজে রয়েছেন ডেভন কনওয়ে (২৮ বলে ১৯) এবং কেন উইলিয়ামসন (১৪ বলে ১৪)। কেউই সে ভাবে বিধ্বংসী মেজাজে নেই। গ্যারেথ ডেলানির বলে ফিরলেন ডেভন কনওয়ে।







মার্ক অ্যাডায়ারের হাতে ক্যাচ দেন তিনি। ৩৩ বলে ২৮ করে সাজঘরে ফিরলেন তিনি। ক্রিজে এলেন নতুন ব্যাটার গ্লেন ফিলিপস। ১৮ বলে ২৫ করে লড়াই চালাচ্ছেন কেন উইলিয়ামসন। ১২ ওভার







শেষে ২ উইকেট হারিয়ে ১০৩ রান নিউজিল্যান্ডের। গ্যারেথ ডেলানির বলে ফিরলেন গ্লেন ফিলিপস। ৯ বল খেলে ১৭ করে সাজঘরে ফিরলেন ফিলিপস। ডেলানির বলে ডকরেল ক্যাচ ধরেন। এই
নিয়ে তৃতীয় উইকেট হারাল নিউজিল্যান্ড। ক্রিজে এসেছেন নতুন ব্যাটার ড্যারিল মিচেল। এ ছাড়া ২০ বলে ২৭ করে ক্রিজে রয়েছেন কেন উইলিয়ামসন। ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৮ রান
নিউজিল্যান্ডের। ২৯ বলে ৪২ করে নিউজিল্যান্ডের রানের গতি বাড়িয়ে নিয়ে চলেছেন কেন উইলিয়ামসন। ১৬ ওভার শেষে ৩ উইকেটে ১৪০ রান নিউজিল্যান্ডের। মিচেলের সংগ্রহ ৭ বলে
৯ রান। বিধ্বংসী মেজাজে ছিলেন কেন উইলিয়ামসন। তবে ৩৫ বলে ৬১ করে জোশ লিটলের বলে সাজঘরে ফিরলেন তিনি। ১৮.২ ওভারে জোশ লিটল প্রথমে ফেরান কিউয়ি অধিনায়ককে। ডিলানি
উইলিয়ামসনের ক্যাচ ধরেন। পরের দুই বলে লিটল ফেরান জেমস নিশান এবং মিচেল স্যান্টনারকে। ২ তারকাই গোল্ডেন ডাক করেন। পরপর ৩ উইকেট নিয়ে হ্যাটট্রিক করে ফেললেন লিটল। ১৯ ওভারে
দক্ষিণ আফ্রিকার রানের গতি থমকে দিলেন আইরিশ তারকা। ১৯ ওভার শেষে ৬ উইকেটে ১৭৬ রান নিউজিল্যান্ডের। কেন উইলিয়ামসনের ৬১ রানের সাথে ফিন অ্যালেনের ৩২ রান ও ড্যারিল
মিচেলের ৩১* রানে আয়ারল্যান্ডকে ১৮৬ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে নিউজিল্যান্ড।