






২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও তারপর দীর্ঘদিন







তিনি পাকিস্তান সুপার লিগে PSL খেলেছেন। গত বছর পর্যন্ত তিনি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পিএসএল (PSL) খেলেছেন কিন্তু তারপরই তিনি অবসর গ্রহণ করেছেন। বর্তমানে তিনি সমস্ত ধরনের







ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। তবে এরই মধ্যে একটি বড় খবর এলো পাকিস্তানি ক্রিকেট প্রেমীদের জন্য। অবসর ভেঙে ফের ক্রিকেটে ফিরতে চলেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক







শহীদ আফ্রিদি । গত মরশুমে অর্থাৎ ২০২২ সাল পর্যন্ত তিনি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পিএসএল খেলেছিলেন তবে মরশুমের মাঝ পথে পিঠে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান এবং







তারপরই সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি। এরই মধ্যে একটি বড় খবর এলো, জানা গিয়েছে অবসর ভেঙে ২০২৩ সালে ফের







একবার পিএসএলে কাম ব্যাক করতে চলেছেন শাহিদ আফ্রিদি। এইদিন আফ্রিদি জানিয়েছেন, “পিএসএল খেলাকালীন পেশোয়ার জালমি এবং মুলতান সুলতান এই দুটি দলের সাথে তার সময় খুবই







ভালো ছিল। তবে এই মরশুমে তিনি যেকোন দলের যোগ দিতে পারেন।” তবে এই প্রথমবার নয় এর আগেও আফ্রিদি একাধিকবার ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন এবং ফের ফিরে এসেছেন।







২০০৬ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন আফ্রিদি তার ঠিক ৪ মাস পর তিনি ফের ক্রিকেটে ফিরে এসেছিলেন। ২০১১ বিশ্বকাপে পাকিস্তানের হারার পর আফ্রিদির কাছ থেকে
ওয়ানডে অধিনায়কত্ব ছিনিয়ে নিয়েছিল পাকিস্তান। ২০১২ সালে ওডিআই ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু তার পাঁচ মাস পর ফের ফিরে এসেছিলেন এবং ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে খেলা চালিয়ে যান।