






এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে আলোচিত ঘটনার মধ্যে একটি বাংলাদেশের বিপক্ষে বিরাট কোহলির ফেক ফিল্ডিং। যেটি নিয়ে দেশের সংবাদ মাধ্যম তো বটেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে







ও প্রধান শিরোনাম হয়েছে। যা নিয়ে গত দুদিন ধরে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মুখ খুলেছেন একাধিক ক্রিকেট বিশ্লেষক, সাবেক ক্রিকেটার।







যেখানে ভারতীয় ক্রিকেট বিশ্লেষকরা দাবি করেছে আম্পায়ার না দেখার কারণে এবং আম্পিয়ারের কাছে অভিযোগ না জানানোর কারণে ফেক ফিল্ডিং বাতিল করা হয়েছে। তবে বাংলাদেশ দলের







টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম জানিয়েছেন দেখামাত্রই তিনি আম্পায়ারদের জানিয়েছিলেন। আজ সংবাদ সম্মেলনে ‘ফেইক ফিল্ডিং’ প্রসঙ্গে শ্রীরাম বলেন, “আমরা কোনো অজুহাত দিতে







চাই না। এটি (ফেইক ফিল্ডিং) ঘটার পরপরই আমি চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু আমাদেরকে জানানো হলো যে এটা মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। যা-ই হোক, আমরা কোনো







অজুহাত দিচ্ছি না।” শ্রীরামের মতে, ভারতের বিপক্ষে ওই ম্যাচ থেকেও শিখেছে বাংলাদেশের ক্রিকেটাররা। তিনি বলেন, “আমার মনে হয় ভারতকে হারানোর মতো একটা জায়গায় চলে গিয়েছিলাম







আমরা। কিন্তু প্রতিদিন লাইনটা ক্রস করতে পারব না।” “তবে এত কাছে আসা ছেলেদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে। আমার মনে হয়, শেষ অবধি মাত্র পাঁচ রানে হারার পর ড্রেসিংরুমে সবাই হতাশ







ছিল। তারা বুঝতে পেরেছে, কত বড় সুযোগ হারিয়েছে। এটা তাদের জন্য অনেক বড় শিক্ষা”।