






নতুন মরশুমের জন্য ট্রেড উইন্ডো দিয়ে কলকাতা দলে নিয়েছে লকি ফার্গুসন, রহমানউল্লাহ গুরবাজ ও শার্দুল ঠাকুরকে। স্যাম বিলিংস, প্যাট কামিন্স ও অ্যালেক্স হেলস সরে দাঁড়িয়েছেন আইপিএল







থেকে। কেকেআর দিল্লির কাছে বিক্রি করেছে আংমন খানকে। এবার কেকেআর স্কোয়াড থেকে ছেড়ে দিল একসঙ্গে আরও ১২ জন ক্রিকেটারকে। সরে দাঁড়ানো তিন তারকা ও আমন-সহ স্কোয়াডের







মোট ১৬ জন ক্রিকেটারকে ছেড়ে দেয় নাইট রাইডার্স। কেকেআর ছেড়ে দেয়: প্য়াট কামিন্স, স্যাম বিলিংস, আমন খান, শিবম মাভি, মহম্মহ নবি, চামিকা করুণারত্নে, অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স হেলস,







অভিজিৎ তোমর, অজিঙ্কা রাহানে, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিৎ, প্রথম সিং, রমেশ কুমার, রশিখ সালাম ও শেল্ডন জ্যাকসনকে। নাইট রাইডার্স তারকা। উথাপ্পা বলেছিলেন, ‘কেকেআরের সবসময়ই







একজন ভালো উইকেটরক্ষক ব্যাটারের প্রয়োজন। আমি মনে করি, কলকাতার জন্য সেরা উইকেটরক্ষক ব্যাটার হবেন লিটন দাস। যেহেতু নাইট রাইডার্স ১৬ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে তাতে







করে আশা করা য়ায় কেকেআরে জায়গা হতে পারে লিটনের।