






টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ ইংল্যান্ডের কাছে এক প্রকার পাত্তাই পায়নি ভারত। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৬৯ রান সংগ্রহ করে ভারত। মাঝারি মানের সংগ্রহ







হলেও আজ ইংল্যান্ডের দুই ওপেনার যেভাবে খেলছিলেন মনে হচ্ছিল রান ২৫০ হলো জিতে যাবে ইংল্যান্ড। ব্যাটিং বোলিং কোন বিভাগই ভালো করতে পারেনি ভারত। সেইসাথে ফিল্ডিংয়ে ও দেখা







গিয়েছে অনেকগুলি মিস। তাইতো ২৪ বল হাতে রেখে ১০ উইকেটে জয়লাভ করেছে ইংল্যান্ড। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে এমন বাজেভাবে হারের কারণে কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানে







সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। ভারতের মতো ফেবারিট দলের জন্য এই হার বিস্ময়কর এবং লজ্জার। টুইটারে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত পাকিস্তানের সাবেক গতি তারকা এক ভিডিওবার্তায়







বলেন, “এটা ভারতের জন্য খুব বিব্রতকর হার। তারা ভয়ংকর রকম বাজে পারফর্মেন্স করেছে, পরাজয় তাদের প্রাপ্যই ছিল। তারা ফাইনালে ওঠার যোগ্যতাও রাখে না। তারা আজ খুব বাজেভাবে







হেরেছে।” পাকিস্তানের সাবেক এই তারকা পেসার ভারতের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছে। যুজবেন্দ্র চাহালকে না খেলানোর সমালোচনা করে শোয়েব আখতার বলেন, “তারা একটি ম্যাচেও







যুজবেন্দ্র চাহালকে খেলায়নি। এটা ভারতের জন্য বাজে একটা দিন ছিল। টস হারের পরই তাদের মাথা নিচু হতে থাকে। ইংল্যান্ডের প্রথম পাঁচ ওভারের ব্যাটিং দেখেই ভারত চুপসে যায়। অন্তত তারা লড়াইটা তো করতে পারত”।