






টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে যোগ্যদল হিসেবে ফাইনালে উঠলেও একপ্রকার কপালের জোরেই ফাইনালে এসেছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের







প্রথম দুই ম্যাচ ভারত এবং জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর সেমিফাইনালে ওঠার পথ একপ্রকার বন্ধ হয়ে যায় পাকিস্তানের জন্য। অনেকটাই নাটকীয় ভাবে দক্ষিণ আফ্রিকার জায়গায় সেমিফাইনালে জায়গা







করে নেয় পাকিস্তান। যেখানে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ উইকেট জয়লাভ করার পর ফাইনালে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হারিয়ে রানার্সআপ হয়েছে পাকিস্তান। শিরোপাছোঁয়া







দূরত্বে এসেও জিততে না পারায় স্বাভাবিকভাবেই হতাশ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। তাঁদেরই একজন মোহাম্মদ আমির অধিনায়ক বাবর ও তাঁর দলকে ধুয়ে দিয়েছেন।পাকিস্তানের টেলিভিশন







চ্যানেল ২৪ নিউজ এইচডিকে ৩০ বছর বয়সী এই গতিতারকা বলেছেন, “ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে ফাইনালে ওঠা বিশাল ব্যাপার। কিন্তু আমরা ফাইনাল খেলার যোগ্যই ছিলাম না। সবাই জানে, আমরা







কীভাবে উঠেছি। ব্যাটসম্যানদের পারফরম্যান্স দেখলেই সব বুঝবেন। আগেই বলেছি, আমাদের ব্যাটসম্যানরা সিডনির বাইরে সংগ্রাম করবে। মেলবোর্নে ঠিক তা–ই হয়েছে। এটা হওয়ারই ছিল।”