






টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত উড়ে গিয়েছিল ইংল্যান্ডের কাছে। ১০ উইকেটের দাপুটে জয়ে ফাইনালে উঠা ইংলিশরা শেষ পর্যন্ত জিতেছে বিশ্বকাপের ট্রফিও। পাকিস্তানকে হারিয়ে







বিশ্বজয় করা বাটলার শিবির ভাসছে এখন আনন্দ-বন্যায়। বিশ্বজয়ে বাটলাররা সিক্ত হচ্ছেন উষ্ণ অভিবাদনে। সেই তালিকায় যোগ দিলেন বিরাট কোহলি। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় ইংল্যান্ড দলকে







অভিনন্দন জানিয়েছেন ভারতের এই ক্রিকেট সেনসেশন। যদিও এই দলের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজেছিল তাদের। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলি লেখেন, ‘শুভেচ্ছা







ইংল্যান্ডকে। যোগ্য হাতে বিশ্বকাপ।’ এবারের বিশ্বকাপটি ব্যক্তিগতভাবে সোনায় মোড়ানো কোহলির। চার ফিফটিতে সর্বোচ্চ ২৯৬ রান তার। সবকিছু পূর্ণতা পেত যদি তার দল চ্যাম্পিয়ন হতো। সেমি







থেকে বিদায়ে কোহলির হৃদয়ে রক্তক্ষরণ স্পষ্ট। অস্ট্রেলিয়া ছাড়ার এক দিন আগে তিনি টুইট করেন, ‘স্বপ্নপূরণ না করেই অস্ট্রেলিয়া ছাড়তে হচ্ছে। হতাশ হৃদয় নিয়ে ফিরছি আমরা। কিন্তু দল হিসাবে







বেশ কিছু ভালো মুহূর্ত নিয়েও ফিরছি। আমাদের লক্ষ্য থাকবে আরও ভারো খেলে ফিরে আসা।’