






পর্তুগালের আশা ভরসা এখন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই রোনালদোর অধিনে এবার পর্তুগাল যাচ্ছে বিশ্বকাপে এবং রোনালদোকে ঘিরেই তাদের স্বপ্ন দেখার শুরু। পর্তুগাল এবারের বিশ্বকাপে ভালো







করবে এমনটাই প্রত্যাশা পর্তুগালের ভক্তদের। আর রোনালদো এই ভালো করার জন্য সামনে থেকে নেতৃত্ব দিবেন এমনটাই প্রত্যাশা সবার। কিন্তু বিশ্বকাপ যেখানে শুরু হতে মাত্র কয়েক দিন বাকি, সেই







সময় রোনালদো হয়ে পরেছেন অসুস্থ। সেই কারণেই ম্যানইউর সর্বশেষ ম্যাচটিতেও খেলা হয়নি তার। গতরাতে ম্যানইউ মাঠে নেমেছিল ফুলহামের বিপক্ষে। ম্যাচে রোনালদো খেলেনি। এমনকি







স্কোয়াডেই ছিল না অসুস্থতার জন্য। তবে রোনালদোর এই অসুস্থতা হয়তো পর্তুগালের জন্য খারাপ কিছু হবে না। কেননা, বিশ্বকাপের পূর্বেই হয়তো তিনি সুস্থ হয়ে যাবেন।