






বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচ নিয়ে আলোচনা যেন শেষ হচ্ছেই না। গুরুত্বপূর্ণ এই ম্যাচে শেষ পর্যন্ত লড়াই করেও বাংলাদেশ হেরে যায় মাত্র ৫ রানে। কিন্তু এই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে







শুধু ভারত নয, একই সঙ্গে আইসিসিও যেন প্রতিপক্ষের ভূমিকায় ছিল। ম্যাচে বাংলাদেশ যখন ব্যাটিং করে, তখনও বৃষ্টি হয়নি। লিটন দাস ও শান্ত ব্যাটিং করছিল। তখন বিরাট কোহলি ফেক ফিল্ডিং করেন।







নিয়ম অনুযায়ী এমনটা হলে ৫ রান যোগ করা হয়। কিন্তু বিরাট কোহলির সেই ফিল্ডিং নাকি আম্পায়াররা দেখেনি। এমনকি থার্ড আম্পায়ারের চোখও এড়িয়ে যায় বিষয়টি। কিন্তু এই দৃশ্যও কি চোখ







এড়িয়ে যাওয়ার মত? বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচে শেষ বলটি যে নো বল ছিল সেটা মাঠের আম্পায়াররা বুঝতে পারেনি। থার্ড আম্পায়ার বিষয়টি দেখেন। কিন্তু ভারতের বিপক্ষে







কেন থার্ড আম্পায়ারের নজরে আসেনি বিষয়টি?