






চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত ফর্মে রয়েছে নিউজিল্যান্ড। তবে পাকিস্তান দল কপালের জোরে সেমিফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে এই দুই দল মোকাবেলা করবে আজ। ম্যাচের আগে টস







জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। বুধবার (৯ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে প্রথম সেমিফাইনাল। অতীত







ইতিহাস কিন্তু পাকিস্তানের পক্ষেই কথা বলছে। এর আগে আইসিসির বিশ্বকাপ ইভেন্টে তিনবার সেমিতে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড-পাকিস্তান। যার সবকটিতেই জয় পেয়েছে পাকিস্তান। তবে







সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয়ের অভিজ্ঞতা আছে নিউজিল্যান্ডের। সেটা অবশ্য চ্যাম্পিয়নস ট্রফিতে। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড।







চারবার জিতেছে পাকিস্তান, দুবার জিতেছে নিউজিল্যান্ড।