






জানুয়ারির প্রথম সপ্তাহেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বা বিপিএলের নবম আসর। মাঠের লড়াইয়ে নামার আগে দল গোছাতে ব্যস্ত ফ্রাঞ্চাইজিগুলো৷ বিদেশি ক্রিকেটারদের







পাশাপাশি দলে টানছে কোচিং স্টাফদেরও। সেই ধারবাহিকতায় মঙ্গলবার রাজিন সালেহকে প্রধান কোচ দলে টেনেছে আসরের অন্যতম দল সিলেট স্ট্রাইকার্স। দায়িত্ব পেয়েই শিরোপা জেতানোর







স্বপ্নের কথা জানিয়েছেন তিনি। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে সালেহ বলেন, ‘এখন তো আসলে আমরা দলই বানাইনি। দেখেছেন হয়তো বাইরের কয়েকটা খেলোয়াড়







নিয়েছি। বিগত দিনে যেহেতু সিলেট টিম খুব একটা ভালো করতে পারেনি, সিলেটের পক্ষে কোনো রেজাল্টও আসেনি তাই আমাদের লক্ষ্য থাকবে আমরা যেন সিলেটের শুরুটা ভালো করতে পারি।







অন্তত সেমিফাইনালে যেন যেতে পারি।’ রাজিন যোগ করেন, ‘এছাড়া ইচ্ছা তো আছেই ট্রফি জয়ের। প্রত্যেকটা দলই গঠন করা হয় কিন্তু ট্রফি জয়ের জন্য। আমাদের দলের লক্ষ্য ভালো খেলা। আগে







দল বানাই, দল বানানোর পর দেখবো কেমন দল হয়। ’ এর আগে মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্স তাদের ভেরিভায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে রাজিনকে কোচ হিসবে নিয়োগের তথ্য নিশ্চিত করে।







দলটি সেই পোস্টে লিখেছে, ‘সিলেটের সঙ্গে শুরু হলো রাজীন সালেহ’র যাত্রা। বিপিএলে নতুন দলটির কোচিং স্টাফের নেতৃত্বে থাকবেন তিনি। সিলেটে এবার দেশীয়দের জয়জয়কার। নতুন এক







ইতিহাস সৃষ্টির লক্ষ্য সিলেটের এই যাত্রা। একঝাঁক সাবেক বাংলাদেশী ক্রিকেটারের হাত ধরে নতুনের কেতনে ওড়াবেন রাজীন, উল্লাসে মাতবে সিলেট।’