






আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে অবিশ্বাস্য কান্ডই করল নেদারল্যান্ড। আজকে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে দিয়েছে তারা। আর প্রোটিয়াদের বিদায়ে বাংলাদেশের সামনে চলে এল সুযোগ।







আজকের ম্যাচে জিতলেই সেমিতে উঠবে দক্ষিণ আফ্রিকা সমীকরণ ছিল এমনটাই। কিন্তু এমন ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে হেরে যায় ১৩ রানে। প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ১৫৮ রান করে







নেদারল্যান্ড। দলের পক্ষে মাইবার্গ ৩৭, ওডউড ২৯, কুপার ৩৫, আকেরমান ৪১ রান করেন। জবাবে ব্যাটিং করতে নেমে নেদারল্যান্ডের দুর্দান্ত বোলিংয়ে ১৪৫ রানেই থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস।







প্রথম ৬ জন ব্যাটসম্যানই উইকেটে থিতু হয়েও ফিরেছেন অল্প রানেই। দুই অংকের ঘরে পৌছলেও কেউই ইনিংস বড় করতে পারেনি। এই হারে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় হয়েছে







তাদের। একই সঙ্গে ভারতের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়ে গেছে।