






সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ফর্মহীনতায় ছিলেন ইয়াসির আলী রাব্বি। চলমান বিসিএলে ব্যাট হাতে তুললেন ঝড়।সাভার বিকেএসপির তিন নম্বর মাঠে বিসিবি সেন্ট্রাল জোনের মুখোমুখি হয় ইসলামী







ব্যাংক ইস্ট জোন। টস হেরে আগে ব্যাটিং করে ২৫৪ রান করে ইসলামী ব্যাংক।দীর্ঘ চার মাস পর সাদা বলে ফিরে ব্যাট হাতে ছন্দে ফিরতে পারেননি তামিম ইকবাল। তবে তামিম ব্যর্থ হলেও রানের দেখা







পেয়েছেন মুশফিক। তাঁর ব্যাট থেকে আসে ৪৪ রান।তামিম ও মুশফিক পঞ্চাশের ঘরে পৌঁছাতে না পারলেও ইয়াসির আলী রাব্বি ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। মূলত তাঁর ব্যাটে ভর করেই







২৫৪ রান করতে সক্ষম হয় ইসলামী ব্যাংক।তামিমদের দেওয়া ২৫৪ রান টপকাতে ব্যর্থ হয় বিসিবি সেন্ট্রাল জোন। ১১৪ রানের বিরাট ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়েন শান্তরা।