গ্রুপপর্বের প্রথম চার ম্যাচের দুটিতে জিতে সেমিফাইনালের দৌড় থেকে প্রায় ছিটকেই গিয়েছিল টিম টাইগার্স। তবে শেষ ম্যাচের আগেই দারুণ সুযোগ চলে আসে বাংলাদেশের সামনে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নেদারল্যান্ডসের অঘটনে সেমিফাইনালের দরজা খুলে যায়।
আর তাই শেষ ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের লড়াই কার্যত রূপ নেয় নকআউট ম্যাচে। জিতলেই সেমিফাইনাল-এমন সমীকরণে খেলতে নেমে পাকিস্তানের কাছে বলতে গেলে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ।
গ্রুপপর্বে বাজে খেলা পাকিস্তান অবিশ্বাস্যভাবে সেমিফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে হারানোর পর ভারতের বিপক্ষে জয়টা পেলে হয়তো চিত্রটাও বদলে যেতো।
ভারতের বিপক্ষে লিটন দাসের অনবদ্য ব্যাটিংয়ে জয়ের দ্বারপ্রান্তেই ছিল বাংলাদেশ। দুর্ভাগ্যজনক রানআউটের আগে ২৭ বলে ৬০ রানের ইনিংস খেলেছিলেন লিটন। জয়ের কাছাকাছি গিয়েও হারের পর পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর আশাপ্রকাশ করেছিলেন লিটন।
তবে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন নিজে, দলও ডুবেছে। এবার ফেসবুকে লিটন দাস বলেন, “আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু আপনাদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। আগামীতে আরও ভালো কিছুর করার আশা করছি”