






ল্যাতিন আমেরিকার জায়ান্ট আর্জেন্টিনা টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড সঙ্গে করেই আরব আমিরাতের মাটিতে পা রাখে। সেখানে নিজেদের অপরাজিত থাকার সংখ্যাটা আরেকটু বাড়িয়ে







নিয়েছে তারা। আজকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল আরব আমিরাতের। এই ম্যাচে আর্জেন্টিনা ৫-০ গোলের বিশাল ব্যবধানে জিতেছে। ম্যাচে জোড়া গোল করেছেন ডি







মারিয়া। একটি করে গোল করেছেন আলভারেজ, মেসি এবং জোয়াকিন কোরেয়া। পুরো শক্তির আর্জেন্টিনাকেই আজকে দেখেছে আরব আমিরাত। এই ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের আগে নিজের প্লেয়ারদের শেষবারের মত যাচাই করে নিলেন স্কালোনি।