টানা তিন হারের পর অবশেষে টি-টেনে জয়ের মুখ দেখল সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। পাকিস্তানি তারকা ব্যাটার ইফতিখার আহমেদের ৩০ বলে ৮৩ রানের ইনিংসে







বাংলা টাইগার্সের স্কোরবোর্ডে ১৩৩। লক্ষ্য তাড়ায় নেমে দিল্লি বুলস ১২১ রানের বেশি করতে পারেনি। ১২ রানের জয়ে স্বস্তি ফিরল টাইগার্স শিবিরে। চলমান টি-টেন
লিগের ১৯তম ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলা টাইগার্স। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারান হযরতউল্লাহ জাজাই (৯)। আরেক ওপেনার







জো ক্লার্কের ব্যাট থেকে আসে ১০ বলে ২৫। এরপর কলিন মুনরোকে নিয়ে ইফতিখার আহমেদ খেলেন অতিমানবীয় এক ইনিংস। ৯৫ রানের জুটিতে ইফতিখার একাই করেন ৮৩। ৩০ বল খেলে ৮ ছক্কা ও ৫ চারে ইফতিখার
সাজান এই ইনিংস। তাকে সঙ্গ দিয়ে মুনরো ১৪ বলে করেন ১৩। শেষপর্যন্ত বাংলা টাইগার্সের ইনিংস থামে ২ উইকেট হারিয়ে ১৩৩ রানে। লক্ষ্য তাড়ায় নেমে ব্যক্তিগত ৪ রানে বিদায়







নেন টম ব্যান্টন। ১৫ রানে থামে রাইলি রুশোর ইনিংস। তিনে নামা জর্দান কক্সের ব্যাট থেকে আসে ২১ বলে ৩৪ রান। টিম ডেভিড শেষদিকে ২০ বলে ৫০ রানের দুর্দান্ত ইনিংস
খেলেও দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি। অধিনায়ক সাকিব আল হাসান ব্যাট হাতে নামার সুযোগ না পেলেও বোলিংয়ে ১ ওভারে খরচ করেন ৮ রান। ১২১ রানে থামে দিল্লি বুলসের ইনিংস, ১২ রানের রোমাঞ্চকর জয় বাংলা টাইগার্সের।