






একটু দেরিতে হলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের জন্য তারকা দল সাজাচ্ছে খুলনা টাইগার্স। আজ একই দিনেই একাধিক তারকা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে তারা। প্রথমে







তারা ভিড়িয়েছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালকে। দলটির আইকন প্লেয়ার হিসেবে খেলবেন এই ড্যাশিং ওপেনার। আর তামিমই তাদের প্রথম প্লেয়ার বলে নিজেদের ফেসবুক







পেইজ থেকে এ তথ্য নিশ্চিত করেছে খুলনা। বিশ্বকাপের কয়েক মাস আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানান তামিম। তবে সব ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।







টুর্নামেন্টের সর্বশেষ মিনিস্টার ঢাকার হয়ে খেলেছিলেন এই ওপেনার। এবারই প্রথম খুলনার হয়ে খেলবেন তিনি। এরপর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে পাকিস্তানের ফাস্ট বোলার ওহাব রিয়াজকে







ঘোষণা করে তারা। এরপর সন্ধ্যায় পাকিস্তানের বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা ফাস্ট বোলার নাসিম শাহ দলে নেওয়ার ব্যাপারে নিশ্চিত করেছে খুলনা টাইগার্স।