






বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ভারতীয় ক্রিকেট টিম। ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে। বিশ্বকাপ শেষ করে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন ভারত তারপর আসছে







বাংলাদেশে। তবে রোহিত শর্মা-বিরাট কোহলিদের বাংলাদেশ সফরের আগেই ঢাকায় আসছে ভারতীয় ‘এ’ দল। দুইটি অনানুষ্ঠানিক চার দিনের ম্যাচ খেলতে চলতি মাসের ২৫ তারিখে বাংলাদেশ আসবে







তাঁরা। ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বরে হবে প্রথম চার দিনের ম্যাচ আর ৬ থেকে ৯ ডিসেম্বর দ্বিতীয় চার দিনের ম্যাচ। আসন্ন হোম সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট







বোর্ড। ওয়ানডে আর টেস্ট ফরম্যাটের জন্য প্রস্তুতি নিচ্ছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএলের ওয়ানডে ফরম্যাটের ম্যাচগুলো বিকেএসপিতে যথাক্রমে ২৬, ২৮ ও ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে







এবং ফাইনাল হবে ২ ডিসেম্বর। ৎচারদিনের ম্যাচ হবে ৫ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত হয়েছে বলে জানিয়েছেন বিসিবির কর্মকর্তারা। জানিয়েছেন যে ভেন্যু চূড়ান্ত না হলেও এই ফরম্যাটের ম্যাচগুলো







বিকেএসপিতে খেলা হবে না। আজ বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, “ভারতের বিপক্ষে হোম সিরিজের আগে আমাদের ক্রিকেটাররা কে কোথায় দাঁড়িয়ে আছে তা দেখার জন্য আমরা







বিসিএলের দিকে তাকিয়ে আছি। আমরা বিসিএলে বেশির ভাগ জাতীয় দলের ক্রিকেটারদের প্রত্যাশা করছি কারণ আমরা বেশ কিছুদিন ধরে টি-টোয়েন্টি খেলছি এবং এখন আমাদের ফোকাস অন্যান্য







ফরম্যাটে ফোকাস করার সময় এসেছে।”আগামী ১ ডিসেম্বরে বাংলাদেশে আসছে ভারতীয় জাতীয় দল।