






ট্রান্সফারের একেবারে শেষ সময়ে জুভেন্টাস ছেড়ে ম্যানইউতে পাড়ি জমিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অনেক স্বপ্ন নিয়েই তিনি এসেছিলেন ম্যানইউতে। কিন্তু এখানে আসার পর পাল্টে







যায় সবকিছু। ম্যানইউতে যেন রীতিমত ব্রাত্য হয়ে পরেছেন তিনি। যে আশা নিয়ে এসেছিলেন, সেই আশায় অনেকটাই গুড়েবালি। তবে রোনালদোর জুভেন্টাস ছেড়ে যখন ম্যানইউতে আসেন







তখন তাকে ঘিরে রিউমার ছিল ম্যানসিটির। ম্যানসিটি রোনালদোকে কেনার সর্বোচ্চ চেষ্টা করেছিল এমন রিউমার ছিল। এতদিন সেটার বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন থাকলেও রোনালদো নিজেই এবার নিশ্চিত







করেছেন সেটার সত্যতা। রোনালদো জানিয়েছেন, গার্দিওলা সর্বোচ্চ চেষ্টা করেছিল তাকে কেনার। রোনালদো বলেন, “আমি ম্যানসিটিতে যোগ দেওয়ার খুব কাছে ছিলাম। এটা নিয়ে অনেক কথা হয়েছিল।







তারা অনেক চেষ্টা করেছিল। গার্দিওলা অনেক চেষ্টা করেছিল। “তবে আমার হৃদয়, আমার অনুভূতি এবং পূর্বে আমি যা করেছিলাম, আলেক্স ফার্গুসন পার্থক্য তৈরি করে দিয়েছে।”