লড়াইটা এবার অ্যাডিলেডে। বাংলাদেশ দলের জন্য গ্রুপের দুই সহজ প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ে। সেই দুই ম্যাচেই জিতেছে বাংলাদেশ। এবার বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। অ্যাডিলেডের সেই ম্যাচে খেলার আগেই এখন অন্য এক







প্রতিপক্ষ উঁকি দিচ্ছে। অ্যাডিলেডেও প্রচুর বৃষ্টি হচ্ছে মেলবোর্নের মতই। সেই বৃষ্টির সম্ভাবনাও নেহাত কম না। অস্ট্রেলিয়ার আবহাওয়া পোর্টালগুলোর হিসাব মতে, ম্যাচের দিন সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ। বুধবার বাংলাদেশ বনাম ভারত







ম্যাচের দিন বৃষ্টিপাত কমতে পারে কিছুটা তবে সেটি রাতের দিকে। তবে সোমবার ও মঙ্গলবার অ্যাডিলেডে বেশ ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। ম্যাচের আগেরদিন বিশেষ করে অনেক বড় ধরনের বৃষ্টির আশংকা রয়েছে। আশংকা সত্যি







হলে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটিও হুমকির মধ্যে পরবে। বৃষ্টির কারনে এবার বিশ্বকাপে বেশ কিছু ম্যাচই পরিত্যক্ত হয়েছে। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচসহ বেশ কিছু ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়াতে বদলে গেছে পয়েন্ট টেবিলের হিসাব







নিকাশ। বাংলাদেশের জন্য দুইটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতকে হারাতে পারলে আবারো সেমিফাইনালে যাবার একটা সম্ভাবনা তৈরী হবে বাংলাদেশের সামনে। অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ম্যাচটি তাই মাঠে গড়ানোটা খুবই গুরুত্বপূর্ণ।