কাতার বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পর্তুগাল। সোমবার রাতে লুসাইল স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের লড়াইয়ে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়েছে তারা। এই জয়ে ফ্রান্স ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে







পর্তুগাল। ২০১৮ বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের সুখস্মৃতি নিয়ে খেলতে নামে উরুগুয়ে। তবে এবার আর পাত্তা পায়নি সুয়ারেস-কাভানিরা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে জ্বলে উঠে পর্তুগিজরা। ৫৪তম মিনিটে রাফায়েলের







পাস থেকে গোল করে ব্রুনো ফার্নান্দেজ। ৮২তম মিনিটে রোনালদোকে তুলে নেন পর্তুগিজ কোচ। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালের ২-০ গোলের জয় নিশ্চিত করেন ব্রুনো। এই জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট







নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে পর্তুগিজরা। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঘানা। উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া দুদলেরই পয়েন্ট ১।