






আগামী ডিসেম্বরে ঘরের মাঠে শক্তিশালী ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ইতিমধ্যেই এই সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দলের







ক্রিকেটাররা। প্রস্তুতি হিসেবে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট লিগ খেলছে ওয়ানডে দলের একাধিক সদস্য। সেখান থেকেই ভারত সিরিজের জন্য প্রস্তুতি নিতে চান বলে জানিয়েছেন দলের অলরাউন্ডার







মেহেদী হাসান মিরাজ। ভারতের বিপক্ষে লড়াই করতে হলে ওয়ানডে ক্রিকেটে কমপক্ষে ২৮০-৩০০ রান করতে হবে বলে জানিয়েছেন তিনি। গতকাল বাংলাদেশ ক্রিকেটের লিগে ৫ উইকেট তুলে







নিয়েছেন মিরাজ। সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে মেহেদী হাসান মিরাজ বলেন, “ওয়ানডে ক্রিকেটে ২৮০-৩০০ করতে হবে তবেই তো বোলাররা ডিফেন্ড করতে পারবে। এটা







অভ্যাসের ব্যাপার। আমরা কিন্তু ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছি, মাশাল্লাহ। “বড় ইভেন্টে ২৫০ আসলে নিরাপদ না। ২৭০-৮০ বা ৩০০ করতে হবে। এ জন্য অবশ্যই ব্যাটারদের অনেক চ্যালেঞ্জ







নিতে হবে। ওপেনিং থেকে পাঁচ নম্বর পর্যন্ত দায়িত্ব নিয়ে খেলতে হবে। তাহলেই ২৮০-৩০০ করা সম্ভব।”