






২০০৭ ওডিআই বিশ্বকাপের অঘটনের পর থেকেই ভারত বনাম বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচ মানেই তাতে থাকবে নাটকীয় মোড়। যখনই এই দুই আইসিসি ইভেন্টে একে অপরের মুখোমুখি হয়েছে তখনই







দুই দলের খেলার মধ্যে কিছু হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার চিত্র চোখে পড়েছে। বুধবার ভারত প্রথমে ব্যাট করে বাংলাদেশের বিরুদ্ধে ১৮৪ রান তোলে। লোকেশ রাহুল ৫০ রান করেন। বিরাট কোহলি







অপরাজিত থাকেন ৬৪ রানে। সেই রান তাড়া করতে নেমে বাংলাদেশের জয়ের আশা বাড়িয়েছিলেন লিটন। তিনি ২৭ বলে ৬০ রান করে আউট হয়ে যান। বৃষ্টির জন্য এর পর বাংলাদেশের লক্ষ্য হয়ে







যায় ১৬ ওভারে ১৫১ রান। কিন্তু ১৪৫ রানেই শেষ হয়ে যায় শাকিবদের ইনিংস। ৫ রানে ম্যাচ হেরে যায় বাংলাদেশ। আইসিসির ৪১.৫ ধারা অনুযায়ী, ব্যাটারকে কোনও ভাবে বাধা দিলে বা







মনঃসংযোগ নষ্ট করার চেষ্টা করলে আম্পায়াররা ঘটনার গুরুত্ব বুঝে বিপক্ষ দলকে ৫ রান শাস্তি হিসাবে দিতে পারেন। তবে এক্ষেত্রে আম্পায়াররা তেমনটা মনে করেননি। সামনে আসা ভিডিওতে







স্পষ্ট দেখা যায় যে বিরাট কোহলি এমনই কিছু ভুল করেছেন। এবার সেটি বাংলাদেশের ব্যাটারদের রানিং বিটুইন দ্য উইকেটে প্রভাব ফেলেছে কিনা তা গুরুত্বপূর্ণ নয়। নিয়ম অনুযায়ী হয়তো







সত্যিই ৫ রান পেতে পারতো বাংলাদেশ। কিন্তু সেই সময় তাদের শিবির থেকে কাউকে এই নিয়ে প্রতিবাদ জানাতেও দেখা যায়নি বিরাট বল ছোড়ার সময় আম্পায়ার, ব্যাটাররা সে দিকে নজর







দেননি। সে ক্ষেত্রে মাঠের ব্যাটারদের মনঃসংযোগ নষ্ট হয়নি বলেই ধরে নিতে হবে। বাংলাদেশের যে দুই ব্যাটার মাঠে উপস্থিত ছিলেন তাঁরা কোনও অভিযোগ জানান নি।