






নাজমুল হোসেন শান্তর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে আবার ও সুযোগ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এবং সমালোচনা তো কম হয়নি। নিয়মিতই সামাজিক যোগাযোগ







মাধ্যমে তিনি হচ্ছেন ট্রলের পাত্র। তবে সব সমালোচনা জবাব তিনি মাঠে দিয়েছেন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। শুধু তাই নয় এখন পর্যন্ত তিনি







টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এমনটি সবচেয়ে বেশি অর্ধশতও তাঁর। তিনি হাঁকিয়েছেন সবচেয়ে বেশি চারও। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলা পাঁচ ম্যাচের মধ্যে







দুই ম্যাচে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। বিশ্বকাপে পাঁচ ম্যাচে শান্তর ব্যাট থেকে এসেছে ১৮০ রান। ৩৬ গড়, স্ট্রাইকরেট ১১৪.৬৪। রানের দিক দিয়ে দুইয়ে লিটন দাস। শান্তর চেয়ে ৫৩ রান কম তার।







লিটনের স্ট্রাইকরেট অবশ্য অনেক ভালো, ১৪২.৬৯। বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৯৫ রান করেছেন আফিফ হোসেন। এছাড়া সৌম্য সরকার ৪৯, সাকিব আল হাসান ৪৪ ও নুরুল হাসান সোহান







মোট ৪১ রান করেছেন। সবচেয়ে বেশি চারও হাঁকিয়েছেন শান্ত। পাঁচ ম্যাচে শান্ত হাঁকিয়েছে ২০টি চার। এই তালিকায় দুইয়ে থাকা লিটনের চারের সংখা ১১টি। ৬টি চার মেরেছেন সৌম্য।