মেক্সিকোকে হারিয়ে সৌদি আরব ধাক্কা কাটিয়ে ওঠা আর্জেন্টিনা নকআউট পর্বে এখনো নিশ্চিত নয়। পোল্যান্ডের বিরুদ্ধে ‘সি’ গ্রুপের ম্যাচ দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের ভাগ্য নির্ধারক। জয় পেলে সব শঙ্কা পেছনে ফেলে পরের রাউন্ডের টিকিট







নিশ্চিত হবে। ড্র করলেও সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে সৌদি আরব-মেক্সিকো ম্যাচের দিকে। ওই ম্যাচে মেক্সিকোর জয় কিংবা ড্র হলেও গোলগড় ভাগ্য নির্ধারক হয়ে দাঁড়াবে। হারলে গ্রুপ পর্বেই স্বপ্নের অপমৃত্যু ঘটবে







সাতবারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিদের। সৌদি আরবের বিরুদ্ধে নখদন্তহীন আলবিসেলেস্তেরা পরের ম্যাচে উন্নতি করে; বিশেষ করে দ্বিতীয়ার্ধের খেলায়। লিওনেল মেসির গোলে লিড নেওয়ার পর এ সুপারস্টারের পাসে ব্যবধান







দ্বিগুণ করেন এনজো ফার্নান্দেজ। কঠিন পরিস্থিতিতে আবেগ ঝেড়ে নিজের সামর্থ্যের সেরাটা দিতে বললেন সাবেক আর্জেন্টিনার ফুটবলার হাভিয়ের জানেত্তি। নিজ দেশের লা ন্যাসিওনালে নিজের লেখা কলামে ৪৯ বছর বয়সী সাবেক ইন্টার







মিলান অধিনায়ক লিখেছেন, ‘আমরা জানি আবেগ সব পরিকল্পনা ভেস্তে দিতে পারে। আবেগ ঝেড়ে ফেলে নিজেদের সামর্থ্য অনুযায়ী এ ম্যাচ খেলতে হবে। ম্যাচের বিভিন্ন অংশে প্রতিপক্ষ দল অবশ্যই আপনাকে সুযোগ দেবে।







সেটা সঠিকভাবে কাজে লাগাতে হবে।’ ফুলব্যাক ও মিডফিল্ডার হিসেবে খেলার দক্ষতাসম্পন্ন সাবেক এ ফুটবলার আরও লিখেছেন, ‘সৌদি আরবের কাছে প্রথম ম্যাচ হারের পর পরিস্থিতি জটিল আকার ধারণ করেছিল। সে জটিলতা ওখানেই শেষ







হওয়া উচিত। স্বস্তিদায়ক অবস্থার জন্য সবার ভূমিকা প্রয়োজন ছিল। নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।’ পোল্যান্ড ম্যাচ সম্পর্কে সাবেক এ তারকা আরও বলেন, ‘পোল্যান্ড নিশ্চয়ই আরেকটি চ্যালেঞ্জ নিয়ে







হাজির হবে। দলটির ফুটবলাররা শারীরিকভাবে বেশ শক্তিশালী, দক্ষতায়ও। আক্রমণভাগে রবার্ট লেভানদোভস্কি ও মাঝমাঠে জেলেনোস্কির মতো ফুটবলার রয়েছেন পোল্যান্ডের; যে কোনো সময় ম্যাচের দৃশ্যপট বদলে দিতে পারেন তারা।’ দুই দেশের
১১ মোকাবিলায় আর্জেন্টিনা জিতেছে ছয় ম্যাচ, পোল্যান্ডের জয় তিনটি। বিশ্বকাপে দুই মোকাবিলায় দুই দেশের একটি করে জয়। ১৯৭৪ সালে প্রথম মোকাবিলায় হারে আর্জেন্টিনা, ১৯৭৮ সালে পরের মোকাবিলায় জিতেছে। দুই দেশ সর্বশেষ
মুখোমুখি হয় ২০১১ সালে। ফিফা প্রীতি ম্যাচে পোল্যান্ড জিতেছে ২-১ গোলে। দক্ষিণ আমেরিকার দেশগুলোর বিরুদ্ধে বিশ্বকাপে সাত মোকাবিলায় প্রথম তিনটি জিতেছে পোলিশরা; সবশেষ তিন ম্যাচে অবশ্য হারের তেতো স্বাদ নিতে হয়েছে।
বিশ্বকাপে ইউরোপিয়ান দেশগুলোর বিরুদ্ধে খেলা সর্বশেষ দুই মোকাবিলায় হেরেছে আর্জেন্টিনা। দুটিই ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে—ক্রোয়েশিয়ার কাছে গ্রুপ পর্বে হারের পর নকআউট পর্বে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় আলবিসেলেস্তেরা।
বিশ্বকাপে শেষ তিন ম্যাচের সবগুলো ক্লিনশিট রাখতে সমর্থ হয়েছে পোল্যান্ড।