






রোহিত শর্মার সঙ্গে যথারীতি ওপেন করতে নামেন লোকেশ রাহুল। বোলিং শুরু করেন বেন স্টোকস। প্রথম বলেই চার মেরে খাতা খোলেন রাহুল। দ্বিতীয় বলে ১ রান নেন তিনি। চতুর্থ বলে ১ রান সংগ্রহ







করেন রোহিত শর্মা। প্রথম ওভারে ৬ রান ওঠে। দ্বিতীয় ওভারে বল করতে এসে ইংল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন ক্রিস ওকস। ১.৪ ওভারে ওকসের বলে বাটলারের দস্তানায় ধরা পড়েন লোকেশ রাহুল।







৫ বলে ৫ রান করেন রাহুল। ভারত ৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি। তিনি ওভারের শেষ বলে ১ রান নেন। ২ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১০ রান। রোহিত







৪ রানে ব্যাট করছেন। তৃতীয় ওভারে বল করতে আসেন স্যাম কারান। তাঁর প্রথম ওভারে মাত্র ১ রান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১১ রান। রোহিত ৪ ও কোহলি ২ রান করেছেন।







চতুর্থ ওভারে পুনরায় বল করতে আসেন ক্রিস ওকস। প্রথম বলেই কভারের উপর দিয়ে ছক্কা মারেন কোহলি। দ্বিতীয় বলে ১ রান নেন তিনি। তৃতীয় বলে ১ রান সংগ্রহ করেন রোহিত। একটি ওয়াইডের







পরে পঞ্চম বলে ১ রান নেন কোহলি। ওভারে মোট ১০ রান ওঠে। ৪ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২১ রান। কোহলি ১০ ও রোহিত ৫ রানে ব্যাট করছেন। পঞ্চম ওভারে স্যাম কারানের দ্বিতীয়







ও তৃতীয় বলে জোড়া বাউন্ডারি মারেন রোহিত শর্মা। চতুর্থ বলে পয়েন্টে ব্রুকের হাত থেকে জীবনদান পান হিটম্যান। ওভারে মোট ১০ রান ওঠে। ৫ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩১ রান।







রোহিত ১৩ বলে ১৪ রান করেছেন। কোহলি ১২ বলে ১১ রান করেছেন। ষষ্ঠ ওভারে বল করতে আসেন আদিল রশিদ। প্রথম বলেই চার মারেন রোহিত। ওভারে মোট ৭ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬







ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৩৮ রান। রোহিত শর্মা ১৮ বলে ২০ রান করেছেন। তিনি ৩টি চার মেরেছেন। বিরাট কোহলি ১৩ বলে ১২ রান করেছেন। তিনি ১টি ছক্কা মেরেছেন। সপ্তম ওভালে বল







করতে আসেন লিয়াম লিভিংস্টোন। তৃতীয় বলে চার মারেন কোহলি। ওভারে মোট ৮ রান ওঠে। ৭ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ৪৬ রান। কোহলি ১৯ ও রোহিত ২১ রানে ব্যাট করছেন।







অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় ভারত। আদিল রশিদের ওভারে ৫ রান ওঠে। ৮ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৫১ রান। রোহিত ২৩ ও কোহলি ২২ রানে ব্যাট করছেন। ৮.৫ ওভারে
ক্রিস জর্ডনের বলে স্যাম কারানের হাতে ধরা পড়েন রোহিত শর্মা।১০ ওভারের খেলা শেষ। অর্ধেক ইনিংস শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৬২ রান। কোহলি ২৬ রানে ব্যাট করছেন। সূর্যকুমারের
সংগ্রহ ৩ রান। আদিল ৩ ওভারে ১৭ রান খরচ করেছেন। ভারতের সংক্ষিপ্ত স্কোর: IND 121/3 (17)