






কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চুড়ান্ত দল ঘোষণা করলো আর্জেন্টিনা। সব শঙ্কা উড়িয়ে লিওনেল ঘোষিত আর্জেন্টিনার চুড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন পাওলো ডিবালা। ইনজুরির সাথে







লড়াই করেও কাতারগামী ফ্লাইটের টিকেট পেয়েছেন আনহেল ডি মারিয়াও। ইতিমধ্যেই কাতার বিশ্বকাপের দামামা বেজে গেছে। বৈশ্বিক এই আসরে অংশ নিতে যাওয়া দলগুলো নিজেদের স্কোয়াডও ঘোষণা







করতে শুরু করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো আর্জেন্টিনার নামও। শুক্রবার আনুষ্ঠানিকভাবে কাতার বিশ্বকাপের জন্য চুড়ান্ত দল ঘোষণা করেন আর্জেন্টাইন বস লিওনেল স্কালোনি। ঘোষিত







হওয়া এই স্কোয়াডে থাকছেন সদ্যই ইনজুরি থেকে ফেরা পাওলো ডিবালা। ইনজুরির জন্য প্রায় এক মাস মাঠের বাইরে ছিলেন আর্জেন্টাইন এই সুপারস্টার। ডিবালার মতো ইনজুরি শঙ্কা কাটিয়ে দলে







জায়গা করে নিয়েছেন আনহেল ডি মারিয়াও। জুভেন্টাসের এই তারকাও ইনজুরি থেকে সদ্যই ফিরেছেন। লিওনেল স্কালোনির ঘোষিত এই দলে জায়গা হয়নি জিওভান্নি লো সেলসোর। ইনজুরির







কারণে কপাল পুড়েছে ভিয়ারিয়ালের এই তারকার। তার বদলে দলে জায়গা করে নিয়েছেন এজিকুয়েল প্যালাসিওস। আর্জেন্টিনা দলঃ
গোলরক্ষকঃ
এমিলিয়ানো মার্টিনেজ
জেরোনিমো রুলি
ফ্রাঙ্কো আর্মানি
রক্ষণভাগঃ
হুয়ান ফয়েথ
গঞ্জালো মনটিয়েল
ক্রিস্টিয়ান রোমেরো
লিসান্দ্র মার্টিনেজ
নিকোলাস ওটামেন্ডি
ট্যাগলিয়াফিকো
মার্কোস আকুনা
নাহুয়েল মলিনা
জার্মান পেজেল্লা
মধ্যমাঠঃ
ডি পল
লেয়ান্দ্র প্যারেডেস
এনজো ফার্নান্দেজ
ম্যাক অ্যালিস্টার
গুইদো রদ্রিগেজ
পাপু গোমেজ
প্যালাসিওস
আক্রমণভাগঃ
লাউটারো মার্টিনেজ
জুলিয়ান আলভারেজ
নিকোলাস গঞ্জালেজ
পাওলো ডিবালা
ডি মারিয়া
লিওনেল মেসি
হুয়াকুইন কোরেয়া