কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হারার পর শেষ ষোলোতে যাওয়া নিয়ে শঙ্কা জেগেছিল। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে হারিয়ে সেই শঙ্কা কিছুটা কাটিয়েছে আর্জেন্টিনা। এবার পোলিশ পরীক্ষায় পাস মার্কস তুললেই নকআউট







পর্বের টিকিট হাতে পাবে তারা। বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় পোল্যান্ডের মুখোমুখি হবেন মেসিরা। তার আগে জানা গেল কেমন হতে পারে সেই ম্যাচের শুরুর একাদশ। মেক্সিকোর বিপক্ষে জয় পেলেও পোলিশদের নিয়ে ভীষণ সতর্ক







আর্জেন্টিনা। দলটির কোচ লিওনেল স্কালোনি এই ম্যাচেও একাধিক পরিবর্তন আনতে পারেন। যেখানে রক্ষণভাগে গত ম্যাচের শুরুতে থাকা মন্টিয়েলের বদলে মলিনাকে দেখা যেতে পারে। শুরুতে মাঝমাঠে থাকছেন না পারদেস।







এনজো বা গুইদো শুরু করতে পারেন। তবে আক্রমণভাগে আগের মতোই লিওনেল মেসির সঙ্গে থাকবেন ডি মারিয়া ও লাওতারো মার্তিনেজ। তবে লাওতারো যদি সফলতার দেখা না পান কিংবা আর্জেন্টিনা গোলের নাগাল না পায় তাহলে তাকে







উঠিয়ে তরুন আলভারেজকে নামাতে পারেন স্কালোনি। শেষ ষোলোর টিকিট কাটতে হলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডকে হারাতেই হবে মেসিদের। অবশ্য ড্র করলেও তাদের আশা শেষ হবে না। তখন তাকিয়ে থাকতে হবে মেক্সিকো-







সৌদি আরব ম্যাচের দিকে। যদি সৌদি আরব জিতে যায়, তাহলে আর্জেন্টিনা বাদ পড়বে। মেক্সিকো যদি সৌদির বিপক্ষে বড় ব্যবধানে জিততে না পারে তাহলে পোল্যান্ডের সঙ্গে ড্র করেও শেষ ১৬ নিশ্চিত হবে মেসিদের। এমন অবস্থায়
আর্জেন্টিনাকে পরের ম্যাচে জয়ের চিন্তা মাথায় রেখেই মাঠে নামতে হবে। ড্র করলে জটিল সমীকরণের মারপ্যাঁচে পড়তে হবে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ, মার্কোস অ্যাকুনা, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, নাহুয়াল মলিনা, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, লাউতারো মার্তিনেজ।