






একদিকে খেলোয়াড় ধরে রাখার লড়ায় অন্যদিকে ছেড়ে দেওয়ার গুঞ্জন, শেষমেস মুস্তাফিজের আইপিএল দল চূড়ান্ত হল আসন্ন আইপিএল মৌসুমেও মোস্তাফিজুর রহমান খেলবেন দিল্লি ক্যাপিটালসে।







আজ (মঙ্গলবার) বাংলাদেশের কাটার মাস্টারকে ধরে রাখার কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গত মৌসুমে নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে মোস্তাফিজকে কিনেছিল দিল্লি। বাঁহাতি এই







পেসার বেশ ভালোই পারফর্ম করেন। আট ম্যাচ খেলার সুযোগ পেয়ে ৭.৬২ ইকোনমিতে নেন ৮ উইকেট। আজই ছিল আইপিএলের দলগুলোর খেলোয়াড় ধরে রাখা বা ছেড়ে দেওয়ার বিষয়ে জানানোর







শেষদিন। আগামী ২৩ ডিসেম্বর কোচিতে আইপিএলের নিলাম হবে। মোস্তাফিজকে ধরে রাখলেও দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে শার্দুল ঠাকুর, টিম শেইফার্ট, মানদ্বীপ সিং, শ্রীকর ভরতের মতো







ক্রিকেটারকে। তবে ধরে রেখেছে অধিনায়ক রিশাভ পান্ত, রভম্যান পাওয়েল, অ্যানরিচ নরকিয়া, লুঙ্গি এনগিদি, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শের মতো তারকাদের।