টসে হেরে এক পরিবর্তনে ব্যাটে নামে ভারত। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন তাস্কিন আহমেদ। প্রথম ওভারে মাত্র ১ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া।দ্বিতীয় ওভারে বল করতে আসেন শরিফুল







ইসলাম। দ্বিতীয় ওভারে ৯ রান ওঠে। তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন তাস্কিন আহমেদ। ওভারের চতুর্থ বলে বাউন্ডারি লাইনে রোহিত শর্মার সহজ ক্যাচ ছাড়েন হাসান মাহমুদ।জীবনদান কাজে লাগাতে পারলেন না রোহিত শর্মা।







তাস্কিনের বলে হাসান মাহমুদ রোহিতের ক্যাচ মিস করলেও চতুর্থ ওভারে বল করতে এসে তিনি নিজে তুলে নেন হিটম্যানের উইকেট। ৩.২ ওভারে হাসানের বলে ইয়াসির আলির হাতে ধরা পড়েন রোহিত।ভারত ১১ রানে ১ উইকেট হারায়। ব্যাট







করতে নামেন বিরাট কোহলি। ৪ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২২ রান। ষষ্ঠ ওভারে বল করতে আসেন মুস্তাফজুর রহমান। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩৭ রান।সপ্তম ওভারে বল করতে আসেন







তাস্কিন। ৭ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৪২ রান। তাস্কিন ৪ ওভারে ১৫ রান খরচ করেন।নবম ওভারে শরিফুল ইসলাম ২৪ রান খরচ করেন। ৯ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৭৬ রান। ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩১ বলে







ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লোকেশ রাহুল। ৯.২ ওভারে শাকিব আল হাসানের বলে মুস্তাফিজুর রহমানের হাতে ধরা পড়েন তিনি।ভারত ৭৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব।১০ ওভার শেষে ভারতের স্কোর ২
উইকেটে ৮৬ রান।১২ তম ওভারে সূর্যকুমার দুইবার জিবন পায়। ১৩.৩ ওভারে শাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব।১৬ বলে ৩০ করে ফেরেন তিনি।১৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১১৯ রান। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। ১৫.১ ওভারে হাসান মাহমুদের বলে পয়েন্টে ইয়াসির আলির হাতে সহজ ক্যাচ দিয়ে
সাজঘরে ফেরেন হার্দিক পান্ডিয়া। বিতর্ক শুরু সেই ওভারের শেষ বলে হাসান মাহমুদ হালকা বাউন্স বল করলে আম্পিয়ার নিশ্চুপ থাকে কিন্তু কোহলি নো বলের আবেদন তার পর নো বল কল করে আম্পিয়ার। এতে ঘোর আপত্তি জানায়। কোহলির এই আবেদন আইসিসির নিয়ম বাইরে হলেও আম্পিয়ার নিশ্চুপ থাকে।