শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার টুয়েলভের ম্যাচে টস জিতল আফগানিস্তান। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মহম্মদ নবি। সুতরাং, ব্রিসবেনে রান তাড়া করবে শ্রীলঙ্কা।শ্রীলঙ্কার বিরুদ্ধে পাওয়ার প্লে-তেই শক্ত ভিত গড়ে ফেলে আফগানিস্তান।







৬ ওভারে তারা কোনও উইকেট না হারিয়ে ৪২ রান তোলে। ১০ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১ উইকেটে ৬৮ রান।১৫তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় আফগানিস্তান। ১৫ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৩ উইকেটে







১০৪ রান।শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার টুয়েলভের ম্যাচে শুরুতে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৪ রান তোলে। নাজিবউল্লাহ ১৮, গুলবদিন ১২, নবি ১৩, রশিদ ৯, আজমতউল্লাহ ৩ ও মুজিব ১ রান করেন।







হাসারাঙ্গা ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। এছাড়া লাহিরু কুমারা ২টি ও কাসুন রজিথা ১টি উইকেট দখল করেন। জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১৪৫ রান।শ্রীলঙ্কা ব্যাটে নামলে অল্প রানের পুঁজি নিয়েও পালটা লড়াই







চালাচ্ছে আফগানিস্তান। পাওয়ার প্লে-তে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের হাত খুলতে দিলেন না মুজিব উর রহমানরা। ৬ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ২৮ রান। পাথুম নিশঙ্কা ১০ বলে ১০ রান করে আউট হয়।১০ ওভার শেষে শ্রীলঙ্কা ২







উইকেটের বিনিময়ে ৬৩ রান সংগ্রহ করে। ২৭ বলে ২৫ রান করে আউট হয়েছেন কুশল মেন্ডিস। রশিদের বসে রহমানউল্লাহর দস্তানায় ধরা পড়ার আগে তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন।১৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ১১৮ রান।শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে নির্ধিারিত লক্ষে পৌছে য়ায় শ্রীলঙ্কা।