






একের পর এক ফুটবলার বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছে শুধু মাত্র ইনজুরির কারণে। স্বপ্নের বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও খুব কাছে এসে সেই সুযোগ হারাতে হচ্ছে ইনজুরির কারণে। ইতিমধ্যে







এই ইনজুরির কারণে অনেক বড় বড় ফুটবলার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। পগবা, কান্তের মত প্লেয়াররা স্কোয়াডে জায়গা পাননি ইনজুরির কারণে। সাদিও মানে, কিম্পেম্বে, করিম বেনজামা,







রোমেরোরা ছিটকে গেছেন ডাক পাওয়ার পরে। এই তালিকায় যুক্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল ব্রাজিলের দুই তারকা রোদ্রিগো এবং ভিনিসিয়াসের। এমন কথা জানিয়েছেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের







লেফট উইংগার ভিনিসিয়াস নিজেই। লা লিগায় এবারের আসরে সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। তাকে প্রতিপক্ষ প্লেয়াররা যেন ফাউলের টার্গেট করেই মাঠে নামে। এমনকি,







একটি ম্যাচের পর তো ভিনিসিয়াস প্রতিপক্ষ কোচের উপরও ফাউল করতে শিখিয়ে দেওয়ার অভিযোগ এনেছিলেন। শুধু ভিনিসিয়াস নয়, চলতি মৌসুমে দুর্দান্ত খেলা রোদ্রিগোও অনেকগুলো ফাউলের







শিকার হয়েছেন। আর এই ফাউলের কারণে বিশ্বকাপ মিসের আশঙ্কা করেছিলেন তারা। ভিনিসিয়াস বলেন, “সাম্প্রতিক ম্যাচগুলোতে আমি এবং রোদ্রিগো অনেক ফাউলের শিকার হয়েছি এবং আমরা







ইনজুরি নিয়ে খুব ভয়ে ছিলাম এবং বিশ্বকাপ মিসের আশঙ্কাও করেছিলাম। “যখন আপনি গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠবেন, প্রতিপক্ষ আপনাকে কঠিন থেকে কঠিনতর ভাবে আটকাতে চাইবে এবং







আপনাকে সেখান থেকে শিখতে হবে। আমি নেইমারের থেকে শিখেছি, যখন সে বার্সাতে ছিল তখন সেও অনেক ফাউলের শিকার হয়েছে। রোনালদো যখন রিয়ালে ছিল, তখনও এমনটাই হয়েছে তার সঙ্গে।”