কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। নকআউট পর্ব নিশ্চিত করতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার। আর ড্র করলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের ওপর।







আর্জেন্টিনার এমন বাঁচা-মরার ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন ইউরো চ্যাম্পিয়নশিপ-২০২১ এর বিতর্কিত রেফারি ড্যানি মেকেলিয়ে। ২০২১ এর ইউরো চ্যাম্পিয়নশিপের রেফারির মান নিয়ে কারোই তেমন কোনো অভিযোগ ছিল না।







কিন্তু মূল ঘটনার সূত্রপাত ঘটে ইংল্যান্ড বনাম ডেনমার্কের সেমিফাইনাল ম্যাচে। সেই ম্যাচে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে ইংল্যান্ড। ম্যাচের ১০৪ মিনিটে সেই ম্যাচের রেফারি ড্যানি মেকেলিয়ে ইংল্যান্ডের পক্ষে একটি পেনাল্টির সিদ্ধান্ত দেন।







সেই পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেন। আর সেই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। ডেনমার্কের বিপক্ষে দেয়া সেই পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে সে সময় ব্যাপক সমালোচনা হয়। শুধু সেবারই নয়, পর্তুগালের বিশ্বকাপ







বাছাই পর্বের ম্যাচেও বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে সমালোচনায় পড়েছিলেন এই রেফারি। এবার সেই বিতর্কিত রেফারি দায়িত্ব পালন করবে আজকের (৩০ নভেম্বর) আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচে। আর্জেন্টিনার বাঁচা-মরার এই ম্যাচে ড্যানি মেকেলিয়ে







কোনো বিতর্ক ছাড়া ম্যাচ পরিচালনা করতে পারে কিনা সেটিই এখন দেখার বিষয়।