






বিশ্বচ্যাম্পিয়ন হয়েও বিশ্বের এক নম্বর টি-২০ দল নয় ইংল্যান্ড। ঠিক তেমনই বিশ্বকাপের ফাইনালে উঠেও দু’নম্বর দলের মর্যাদা পাচ্ছে না পাকিস্তান। বরং সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া ভারতই







এই মুহূর্তে আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা টি-২০ দল। বিশ্বকাপের পরে আইসিসির সর্বশেষ প্রকাশিত দলগত টি-২০ ব়্যাঙ্কিং তালিকায় শীর্ষস্থান ধরে রাখে টিম ইন্ডিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন







ইংল্যান্ড। জোস বাটলারদের কাছে ফাইনালে হেরে যাওয়া পাকিস্তান আইসিসি-র তিন নম্বর টি-২০ দল। পাকিস্তানের কাছে সেমিফাইনালে হারা নিউজিল্যান্ড দলগত টি-২০ ব়্যাঙ্কিং তালিকার







৫ নম্বরে রয়েছে। তাদের উপরে চার নম্বরে রয়েছে সুপার টুয়েলভের বাধা টপকাতে না পারা দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া রয়েছে দলগত বিশ্বব়্যাঙ্কিংয়ের ছয় নম্বরে। সুপার টুয়েলভে জায়গা করে নিতে না







পারলেও ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছে তালিকার সাত নম্বরে। আট, নয় ও দশ নম্বরে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। টি-২০ বিশ্বকাপে অংশ নেওয়া ১৬টি দেশের দলগত আইসিসি ব়্যাঙ্কিং:-







ক্রমিক নং দল রেটিং পয়েন্ট
১ ভারত ২৬৮
২ ইংল্যান্ড ২৬৫
৩ পাকিস্তান ২৫৮
৪ দক্ষিণ আফ্রিকা ২৫৬
৫ নিউজিল্যান্ড ২৫৩
৬ অস্ট্রেলিয়া ২৫২
৭ ওয়েস্ট ইন্ডিজ ২৩৬
৮ শ্রীলঙ্কা ২৩৫
৯ বাংলাদেশ ২২২
১০ আফগানিস্তান ২১৭
১১ জিম্বাবোয়ে ১৯৫
১২ আয়ারল্যান্ড ১৯০
১৩ আমিরশাহি ১৮৩
১৪ নমিবিয়া ১৮৩
১৫ স্কটল্যান্ড ১৮২
১৭ নেদারল্যান্ডস ১৭৭
দলগত টি-২০ ব়্যাঙ্কিংয়ের ১১ থেকে ১৫ নম্বরে রয়েছে যথাক্রমে জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড, আমিরশাহি, নমিবিয়া ও স্কটল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়া নেদারল্যান্ডস অবস্থান করছে দলগত টি-২০ ব়্যাঙ্কিং তালিকার ১৭ নম্বরে। তাদের আগে ১৬ নম্বরে রয়েছে নেপাল