






ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কঠিন পরীক্ষার ম্যাচে শুরুতেই ধাক্কা খেয়েছে ইরান। ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন দলটির শুরুর একাদশে থাকা গোলরক্ষক বেইরানভ্যান্ড। তার জায়গায়







হোসাইন হোসেইনি মাঠে নেমেছেন দ্বিতীয় দিন গ্রুপ পর্বের প্রথম ম্যাচ চলছে। প্রথমার্ধের ২৬ মিনিটে কোন দল গোল করতে পারেননি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দল নিয়ে







মাঠে নেমেছে ইংল্যান্ড। তিন ফরোয়ার্ড, দুই অ্যাটাকিং মিডফিল্ডার ও এক ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে একাদশ সাজিয়েছেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। ইংল্যান্ডের শুরুর একাদশ:







পিকফোর্ড, ট্রিপিয়ার, হ্যারি মাগুইরে, জোন স্টোনস লুক শ’ ডিক্লান রিস, ম্যাসন মাউন্ট, বেলিংহ্যাম, সাকা, হ্যারি কেইন, র্স্টালিং।