






ভাগ্যের জোরে সেমিফাইনালে উঠে বাজিমাত করেছে পাকিস্তান। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান। অপরদিকে ভারতকে







হারিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। রবিবার অর্থাৎ আগামীকাল অস্ট্রেলিয়ার ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং ইংল্যান্ড।







আর এই ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগেই মাইন্ড গেম খেলতে শুরু করে দিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ করে দিলেন পাকিস্তানের জোরে বোলার শাহীন







শাহ আফ্রিদি। এবারের বিশ্বকাপ শুরুর বেশ কয়েকটি ম্যাচে ছন্দে ছিলেন না শাহীন আফ্রিদি। মাঠের মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছিল তিনি এখনো পুরোপুরি ফিট নন। তার সত্ত্বেও তাকে মাঠে নামিয়ে







দিয়েছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। তবে বিশ্বকাপের শেষ কয়েকটা ম্যাচে এবং সেমিফাইনালে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শাহীন শাহ আফ্রিদি। আর এবার ফাইনালে নামার আগে







ইংল্যান্ডের ব্যাটসম্যানদের হুঁশিয়ারি দিলেন আফ্রিদি। আফ্রিদি জানিয়ে দিলেন, ‘ফাইনালে তার বিরুদ্ধে রান করা ইংল্যান্ডের ব্যাটসম্যানদের পক্ষে মোটেও সহজ হবে না।’ এবারের বিশ্বকাপের প্রথম







ম্যাচে ভারতের বিরুদ্ধে বল হাতে একেবারেই ছন্দে জেলে না শাহীন আফ্রিদি। চার ওভার বল করে ৩৮ রান দিয়েছিলেন তিনি। তার পরের ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে ২৯ রান দিয়েছিলেন আফ্রিদি। তারপরই







আফ্রিদিকে নিয়ে শুরু হয় জোর সমালোচনা। তারপরই ছন্দে ফিরে আসেন আফ্রিদি। বিশ্বকাপ জুড়ে শুরু হয় আফ্রিদি তাণ্ডব। নেদারল্যান্ডের বিরুদ্ধে একটি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি
বাংলাদেশের বিরুদ্ধে চারটি এবং সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি উইকেট নিয়ে শেষ চার ম্যাচে ১০ টি উইকেট নিয়েছেন আফ্রিদি।