






ইনজুরির কারণে নিজের ক্রিকেট ক্যারিয়ারকে বড় করতে পারেননি। তবে বাংলাদেশ দলের সাবেক পেসার নাজমুল হোসেন খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার পর ক্রিকেটের সঙ্গে জড়িয়েছেন নতুনভাবে।







যুক্ত হয়েছিলেন কোচিং পেশায়। তারই ধারাবাহিকতায় আসন্ন নবম আসর বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বোলিং কোচের নেতৃত্বে দেখা যাবে নাজমুলকে। রাজিন সালেহ, তুষার ইমরানদের সাথে নাজমুল







থাকবেন সিলেটের পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে।আজ শুক্রবার সিলেট স্ট্রাইকার্স কতৃপক্ষ তাদের ভেরিফাইড ফেসবুক পাতায় একটি পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। একটি ছবির সাথে সংযোজন







করেছেন দীর্ঘ এক ক্যাপশন। সেখানে বলা হয়েছে, ‘নাজমুলকে হারাতে দেইনি আমরা। সিলেট স্ট্রাইকার্সের হাত ধরে আবারো ক্রিকেটাঙ্গনে ফিরছেন নাজমুল।’সিলেট সেই পোস্টে ফেরায় ২০১২ এশিয়া







কাপের স্মৃতি। সেবার ফাইনাল নিশ্চিত করার ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। সে ম্যাচে শুরুতেই শ্রীলঙ্কার টপ অর্ডার গুঁড়িয়ে দেওয়ার কাজটা নাজমুলই সেরেছিলেন।সেই কথাটাই আবার মনে







করিয়ে দেওয়া হয় পোস্টে। বলা হয়, ‘শ্রীলংকার তিন ব্যাটিং স্তম্ভ দিলশান, সাঙ্গাকারা ও মাহেলাকে আউট করে এশিয়া কাপে বল হাতে ভেলকি দেখিয়েছিলেন বাংলারই এক পেসার। তিনি নাজমুল







হোসেন।’সেই নাজমুল অবশ্য চোটের কারণে ক্যারিয়ারটা লম্বা করতে পারেননি। এবার বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের তারকাকে ভিন্ন ভূমিকায় দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স। দলটির ভাষ্য, ‘ইনজুরি







আর নিয়তির ধারায় কালের গর্ভে হারানো এক তারকা। তবে নাজমুলকে হারাতে দেইনি আমরা। সিলেট সিক্সার্সের হাত ধরে আবারো ক্রিকেটাঙ্গনে ফিরছেন নাজমুল। ক্যারিয়ারে খুব বেশি উইকেট নেই তবে যা







আছে যেটুকু মন্ত্র শিখেছেন সেটাই এবার প্রয়োগ করবেন তিনি। রাজিন সালেহর নেতৃত্বে সিলেটের ফাস্ট বোলিং কোচের পদে দেখা যাবে তাকে। এবারের বিপিএলে সিলেটের ফাস্ট বোলারদের টোটকা দিবেন







সাবেক এই পেসার, শেখাবেন নব উদ্যমে দৌড়ে চলার মন্ত্র। নাজমুলের হাত ধরে শুরুতেই বাজিমাত করবে সিলেট স্ট্রাইকার্স, এটাই প্রত্যাশা।’