






দুর্দান্ত ব্যাটিংয়ে ৪১২ রান তাড়া করতে নেমেও একমাত্র চারদিনের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ড্র করেছিল টাইগার যুবারা। এবার প্রথম ওয়ানডেতে মোহাম্মদ রিজওয়ানের দারুণ ব্যাটিংয়ে পাকিস্তান







অনূর্ধ্ব-১৯ দলকে তাদের মাটিতেই ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।আগে ব্যাট করতে নেমে ২০২ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ৪০.১ ওভারেই ৭ উইকেট হাতে







রেখে জয় তুলে নেয় টাইগার যুবারা।রান তাড়া করতে নেমে ১৬০ রানের ওপেনিং জুটি করেন মোহাম্মদ রিজওয়ান ও আশিকুর রহমান। দুজনের দারুণ ব্যাটিংয়ে জয়ের ভিত পায় বাংলাদেশ। দুজনেই







করেন ফিফটি।৮৬ বলে ৭৮ রানের দারুণ ইনিংস উপহার দেন মোহাম্মদ রিজওয়ান। আশিকুর করেন ১১২ বলে ৭৪ রান। এছাড়াও সাকিব ১৮ ও আমিন ৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।







এর আগে মুলতানে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে মারুফ মৃধার দুর্দান্ত বোলিংতোপে ৩ রানেই ৩ উইকেট হারায় পাকিস্তান যুবারা। তবে এরপরও উজির







মমতাজ ও আরাফাত ইনহাসের দারুণ ব্যাটিংয়ে ঘুরে দাড়ায় স্বাগতিকেরা। যদিও শেষ পর্যন্ত সব কটি উইকেট হারিয়ে ৪৫ ওভারে ২০২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট
নেন মারুফ মৃধা। ২ উইকেট নেন রাফিউজ্জামান।