






এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি পাকিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রেজওয়ান সেমিফাইনালের ম্যাচ ছাড়া আর কোন ম্যাচে পঞ্চাশের বেশি রান করতে







পারেননি তিনি। মোট ৭ ইনিংসে ১০৯ স্টাইক রেটে ১৭৫ রান করেছেন তিনি। রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩৭ রান করে পাকিস্তান। যেখানে







তিনি করেছেন মাত্র ১৫ রান। টার্গেট তাড়া করতে নেমে ৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ইংল্যান্ডের কাছে শিরোপা হেরে স্বাভাবিকভাবেই







মন খারাপ বাবর আজম-রিজওয়ানদের। এর মধ্যে মোহাম্মদ রিজওয়ান ম্যাচ শেষে নিজের টুইটারে একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি আল্লাহর সন্তুষ্টি জ্ঞাপন করেন। সেই সঙ্গে পাকিস্তানকে সমর্থনের







জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। মোহাম্মদ রিজওয়ান নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, “আলহামদুলিল্লাহ, আমরা মাথা উঁচু করে ছিলাম। আমরা সবসময় আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকি।







আমরা জাগ্রত চোখে স্বপ্ন দেখবো এবং শ্রেষ্ঠত্বের জন্য কঠোর পরিশ্রম করে যাবো, ইনশাআল্লাহ। অকুণ্ঠ সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সব সৃষ্টিকর্তার ইচ্ছা”।