






বিশ্বকাপের আগে পিএসজি আর মাত্র দুটি ম্যাচ খেলবে। তারমধ্যে সর্বশেষ ম্যাচটি হবে নভেম্বরের ১৩ তারিখে। আর সেই ম্যাচটি খেলেই জাতীয় দলের সঙ্গে যোগ দিবেন তিনি।মেসি আর্জেন্টিনা জাতীয়







দলের সঙ্গে যোগ দিবেন ১৪ নভেম্বর। আর্জেন্টিনা কোচ স্কালোনি নিশ্চিত করেছেন এই তথ্য। তিনি জানিয়েছেন, মেসি দলের সঙ্গে যোগ দিবে ১৪ তারিখে। এদিকে বিশ্বকাপের আগে আরেকটি ম্যাচ







খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচটি হবে সৌদি আরবের বিপক্ষে ১৬ তারিখে। অর্থাৎ মেসি দলের সঙ্গে যোগ দেওয়ার দুই দিনের মধ্যেই হবে ম্যাচটি। তাহলে এই ম্যাচে কি মেসি খেলবে? আর্জেন্টিনা







কোচ স্কালোনি জানায়নি তেমন কিছু। তবে গুঞ্জন রয়েছে, বিশ্বকাপের পূর্বে মেসিকে নিয়ে কোন ঝুঁকি নিবে না আর্জেন্টিনা। তাই এই ম্যাচে মেসি খেলবে না।