






দুদিন বাদেই কাতারে শুরু হচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। শুরুর আগেই পুরো বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে। প্রিয় দলের খেলা দেখতে অনেকেই ছুটছেন কাতারের দিকে। আর্জেন্টাইন সাবেক তারকা







স্ট্রাইকার সার্জিও আগুয়েরো বাদ যাবেন কেন? এই কাতার যেতেই আকাশ পথে আগুয়েরো পড়েন ব্রাজিল সমর্থকদের খপ্পরে। সেই দৃশ্য নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশ করেন আগুয়েরো।







১১ সেকেন্ডের এই ভিডিওতে কপালে হাত দিয়ে বিরক্ত প্রকাশ করতেও দেখা যায় সাবেক এই ফুটবলারকে। স্প্যানিশ ভাষায় ক্যাপশনে লেখেন, ‘পুরো ফ্লাইট এমনই ছিল।’ ভিডিওতে দেখা যায়, আগুয়েরোর







আসনের পাশেই ব্রাজিলের সমর্থকরা দাঁড়িয়ে হইচই করছেন। কেউ গান গাইছেন, কেউ ড্রাম বাজাচ্ছেন। আর আগুয়েরোকে এগুলো হজম করতে হচ্ছে। চির প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলের সমর্থক বলে কথা।







আগুয়েরোর মতো ব্রাজিলের সমর্থকরাও যাচ্ছেন কাতারে নিজের দেশকে সমর্থন জানাতে। ২১ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। মরুর বুকে এক







সময়ের সতীর্থ লিওনেল মেসিদের পায়ের যাদু দেখতে আগুয়েরো আগেভাগেই কাতার যাত্রা করলেন।