






টি-টোয়েন্টি বিশ্বকাপের অঘোষিত কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হারে এই ম্যাচে যে দল জিতবে তারা যাবে সেমিফাইনালে।







গুরুত্বপূর্ণ এই ভুয়া আউটের শিকার হলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এদিন শাদাব খান তার তৃতীয় ওভারে আর ইনিংসের ১১তম ওভারে চতুর্থ বলে রিভার্স সুইপ করে পয়েন্টে শান







মাসুদের ক্যাচ হন সৌম্য সরকার। ১৭ বলে ১ চার ও ১ ছয়ে ২০ রান করেন তিনি। পরের বলে সাকিব আল হাসানের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন। আম্পায়ার আঙুল তুলে দেন। বাংলাদেশের







অধিনায়ক রিভিউ নিয়েও সিদ্ধান্ত পাল্টাতে পারেননি। কিন্তু রিভিউতে দেখা যায় ব্যাট স্পষ্টই ব্যাটে লেগেছে! আর সাকিব কিছুতেই এই সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না। তবে শেষে মাঠ ছাড়তে হয়







কারণ আম্পায়ারের সিদ্ধান্তের উপর কিছুই করার ছিল না।